শিক্ষকদের মারধর, হাবিপ্রবি প্রক্টরসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা
২৩ নভেম্বর ২০১৮ ১০:০২ | আপডেট: ২৩ নভেম্বর ২০১৮ ১০:২২
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
দিনাজপুর: শিক্ষকদের মারধর, নারী শিক্ষককে লাঞ্ছনা ও ছিনতাইয়ের অভিযোগে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রক্টর অধ্যাপক খালেদ হোসেন, ছাত্র পরামর্শক অধ্যাপক তারিকুল ইসলামসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাতে হাবিপ্রবি’র সহকারী অধ্যাপক হাসান জামিল বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, গত ১৪ নভেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হাওলাদারের রুমে ইনক্রিমেন্ট নিয়ে আলোচনা করতে যান পদোন্নতি পাওয়া ৫৭ শিক্ষক। এ সময় প্রক্টর অধ্যাপক খালেদ হোসেন ও ছাত্র পরামর্শক অধ্যাপক তারিকুল ইসলামের নেতৃত্বে মাৎস্য অনুষদের শিক্ষার্থী রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন নুর, ফুড প্রসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয় বিভাগের শিক্ষার্থী মোর্শেদুল আলম রনি ও এগ্রিকালচার অনুষদের শিক্ষার্থী স্বপন কুমার বর্মণসহ অজ্ঞাতনামা ৬০ জন ছাত্র রামদা, চাপাতি ও হকিস্টিক নিয়ে ওই রুমে প্রবেশ করে।
এজাহারে বলা হয়েছে, কোষাধ্যক্ষের রুমে ঢোকার পর পর তারা শিক্ষকদের ওপর হামলা করে। এ সময় সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাবরিন মোস্তাফিজকে লাঞ্ছিত করা হয়, তার গলায় থাকা সোনার চেন ছিনিয়ে নেওয়া হয়। হামলাকারীদের আঘাতে রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মহসীন আলী মিঠু, কম্পিউটার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক নাহিদ সুলতানা ও মাৎস্য অনুষদের সহকারী অধ্যাপক কৃষ্ণ চন্দ্র রায় আহত হন। এ সময় ঘটনাস্থলে গেলে সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসান জামিলকেও হুমকি দেওয়া হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেদওয়ানুর রহিম মামলার তথ্য নিশ্চিত করে সারাবাংলাকে বলেন, বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করেছেন ওই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। মামলাটির তদন্ত চলছে।
এদিকে, আগামীকাল ২৪ নভেম্বর কর্মকর্তা পদে ও আগামী ১ ডিসেম্বর প্রভাষক পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল হাবিপ্রবিতে। তবে উদ্ভূত পরিস্থিতিতে দুই পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক শফিউল আলম জানিয়েছেন, পদোন্নতি পাওয়া ৫৭ জন শিক্ষককে ইনক্রিমেন্ট না দেওয়া এবং যাদের ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে, তা কেটে নেওয়ার জন্য হাবিপ্রবি রেজিস্ট্রারকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে ক্যাম্পাসে প্রগতিশীল শিক্ষক ফোরামের শিক্ষকরা ছয় দফা ও পদোন্নতি পাওয়া ৫৭ শিক্ষক ইনক্রিমেন্টের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন।
সারাবাংলা/টিআর
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাবিপ্রবি