মোমবাতি জ্বালিয়ে গ্যাস লাইন মেরামত, আগুনে দগ্ধ ৬
২২ নভেম্বর ২০১৮ ২৩:১২ | আপডেট: ২২ নভেম্বর ২০১৮ ২৩:১৪
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটির একটি বাসায় গ্যাস লাইনের আগুনে শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন। ত্রুটিপূর্ণ গ্যাস লাইন মোমবাতি জ্বালিয়ে মেরামত করার সময় বৃহস্পতিবার (২২ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন ২৭৩/এ এর বাড়িওয়ালা হোসনে আরা (৫৩), দোতলার ভাড়াটির নাঈমা (৪০), তার ছেলে নাঈম (৮), বাসার দারোয়ার মোনায়েম (২৮) ও গ্যাস মিস্ত্রী মো. বিল্লাল।
দগ্ধদের মধ্যে বিল্লালের অবস্থা গুরুতর। বাকিদের মুখ, হাত ও শরীরের বিভিন্ন অংশ পুড়েছে। ঘটনার পরপরই তাদের বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
হোসনে আরার ভাই নজরুল ইসলাম জানান, ওই বাসায় সারাদিন গ্যাস ছিল না। সন্ধ্যায় মিস্ত্রী ডেকে এনে গ্যাস লাইন মেরামত করার কাজ চলছিল। মিস্ত্রী বিল্লাল হোসেন বাসার ফলস ছাদে গ্যাস লাইনের ছিদ্র পান। এরপর তিনি মোমবাতি জ্বালিয়ে লাইনটি মেরামত করছিলেন। এ সময় ফুলকি দিয়ে আগুন ছড়িয়ে পড়ে।
‘গ্যাস লাইন মেরামত করার সময় বাকিরা ঘরে থাকায় তারাও আগুনে দগ্ধ হন’ বলেন নজরুল।
সারাবাংলা/এসএসআর/একে