ঋণখেলাপিদের তথ্য দিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ
২২ নভেম্বর ২০১৮ ২২:০১ | আপডেট: ২২ নভেম্বর ২০১৮ ২২:০৬
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: ঋণখেলাপিরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে জন্য বাণিজ্যিক ব্যাংকের কাছে তথ্য চেয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং, প্রবিধি ও নীতি বিভাগ থেকে ওই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বিভাগটির মহাব্যবস্থাপক আবু ফারাহ মো. নাছের স্বাক্ষর করেছেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘ঋণখেলাপিরা যাতে নির্বাচনে অংশ নিতে পারে সে জন্য বাংলাদেশ ব্যাংক তৎপর রয়েছে। বেশ কিছুদিন যাবতই এটি নিয়ে আমরা কাজ করছি। নিত্য নৈমত্তিক কাজের অংশ হিসেবেই ঋণখেলাপি প্রার্থীদের তথ্য হালনাগাদ করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকেও নির্দেশনা দেওয়া রয়েছে।’
সকল তফসিলী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ১২ অনুচ্ছেদের বিধান অনুসারে ঋণখেলাপি ব্যক্তিরা জাতীয় সংসদের সদস্য হওয়ার যোগ্য নন। এমন অবস্থায় নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী ব্যক্তিগণের ঋণখেলাপ সংক্রান্ত তথ্য সকল তফসিলী ব্যাংক থেকে তথ্য সরবরাহ করা আবশ্যক।
ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, আগামী ২৮ নভেম্বর বিকাল ৫টার পর মনোনয়নপত্র দাখিলকারীদের নাম, পিতা/মাতা/স্বামীর নাম ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক স্ব-উদ্যোগে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছ থেকে সংগ্রহ করতে হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, রিটার্নিং অফিসারের কাছ থেকে নেওয়া তথ্য প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে ঋণ খেলাপ সংক্রান্ত তথ্য সরবরাহ করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঋণ খেলাপ সংক্রান্ত তথ্য মনোনয়নপত্র বাছাইয়ের দিন কিংবা তার পূর্বে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে প্রদান এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং অফিসারের দফতরে উপস্থিত থাকার জন্যও নির্দেশনা দেওয়া হলো।
কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর ২০১৮। নির্বাচন কমিশনের ১২ নভেম্বর তারিখের পত্র ও প্রজ্ঞাপন ওই চিঠিতে সংযুক্ত করা হয়।
সারাবাংলা/ইএইচটি/একে