যুদ্ধাপরাধের ৩০ তম মামলার রায় বুধবার
৯ জানুয়ারি ২০১৮ ১১:৫৪ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৮:৪৯
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা : মানবতাবরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের পাচঁ আসামির রায় আগামীকাল বুধবার ঘোষণা করার দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এটি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩০ তম মামলার রায়।
মঙ্গলবার (০৯ জানুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্য রায়ের জন্য এ দিন ঠিক করেন।
পাচঁ আসামি হলেন, মৌলভীবাজারের সামছুল হোসেন তরফদার ওরফে আশরাফ, মো. নেছার আলী, ইউনুছ আহমেদ, ওজায়ের আহমেদ চৌধুরী ও মোবারক মিয়া। তাদের মধ্যে ইউনুছ আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী কারাগারে, বাকিরা পলাতক।
এর আগে গত ২০ নভেম্বর প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখে আদেশ দেয় ট্রাইব্যুনাল।
আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, আটক, অগ্নিসংযোগ ও লুটপাটের পাঁচটি অভিযোগ আনা হয়েছে।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন, রেজিয়া সুলতানা চমন ও আবুল কালাম আজাদ। আসামিপক্ষে ছিলেন গাজী এম এইচ তামিম।
২০১৬ সালের ০৮ ডিসেম্বর ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিচার শুরু করে ট্রাইব্যুনাল।
সারাবাংলা/ এজেডকে/একে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধ যুদ্ধাপরাধ