Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে স্কুল ভ্যান-বাস সংঘর্ষে ৭ শিক্ষার্থী ও চালকের মৃত্যু


২২ নভেম্বর ২০১৮ ১৩:৫৮ | আপডেট: ২২ নভেম্বর ২০১৮ ১৪:২৮

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ভারতের মধ্যপ্রদেশে একটি প্রাইভেট স্কুল ভ্যান ও পর্যটকবাহী বাসের সংঘর্ষে ভ্যানটির চালক এবং ৭ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীদের বয়স সাত থেকে চৌদ্ধ বছরের মধ্যে। এছাড়া, আহত ৬ শিক্ষার্থীকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী ভূপালের ৪৮৩ কিলোমিটার উত্তরপূর্বে সাটনা জেলায় বীরসিহংপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় সংবাদমাধ্যম সিনহুয়া।

ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। তবে ঘটনাস্থলেই নিহতদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী সিভরাজ সিং চৌহান দুর্ঘটনা ও শিশুদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন এবং আহতদের চিকিৎসার তদারকি করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

সড়কের বেহাল অবস্থা ও বেপোরোয়া গাড়ি চালানোর  কারণে ভারতে সড়ক দুর্ঘটনা খুবই স্বাভাবিক বিষয়। প্রতিদিন ৪শ-এর বেশি মানুষ দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়।

সারাবাংলা/এনএইচ

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর