সৌদি আরবে গাড়িচাপায় বাংলাদেশির মৃত্যু
২২ নভেম্বর ২০১৮ ১১:৫১
।। সেলিম আহমেদ, সৌদি আরব থেকে ।।
সৌদি আরবের নাজরানে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আবদুর রাশেদ। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায় ওয়াদিয়া পাড়ায়।
বুধবার (২২ নভেম্বর) রাতে এই দুর্ঘটনা ঘটে।
আবদুর রাশেদ সৌদি আরবের আল নাহদি ফার্মেসীর নজরানের একটি শাখায় চাকরি করতেন।
তার সহকর্মীরা জানিয়েছেন, রাতে কাজে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। একটি গাড়ি পেছনের দিকে নেওয়ার সময় তাতে চাপা পড়েন আবদুর রাশেদ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সারাবাংলা/এসএমএন