গৃহযুদ্ধের উসকানি দিচ্ছে বিএনপি: কাদের
২২ নভেম্বর ২০১৮ ১১:২৯ | আপডেট: ২২ নভেম্বর ২০১৮ ১২:১০
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র পাহারার নামে বিএনপি দেশে গৃহযুদ্ধের উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, জাতীয় এক্যফ্রন্ট ও বিএনপি নেতারা বিভিন্ন জায়গায় আক্রমণাত্মক মন্তব্য করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। তারা বলছেন, নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে তিনশ থেকে চারশ নেতাকর্মী অবস্থান করবে। আমরা যদি একইভাবে আমাদের নেতাকর্মী কেন্দ্রে অবস্থান নিতে বলি, তাহলে কি গৃহযুদ্ধ হবে না?
বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে অ্যাসথেটিক ডারমাটোলজিস্টদের আন্তর্জাতিক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ঐক্যফ্রন্টের সবকিছু লন্ডন থেকে নিয়ন্ত্রিত হচ্ছে দাবি করে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডা. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের অন্যান্য নেতাদের এক কানাকড়ি দাম নেই। বিএনপি তাদের ব্যবহার করছে।
ওবায়দুল কাদের আরও বলেন, নির্বাচন কমিশনের আচরণ এখনও আওয়ামী লীগের কাছে পক্ষপাতমূলক মনে হচ্ছে না। তারেক রহমানের বিষয়টি নির্বাচন কমিশনে আওয়ামী লীগ অভিযোগ করলেও গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) আওতায় না থাকায় এ বিষয়ে আওয়ামী লীগ ভিন্ন পথে সমাধান খুঁজছে বলে জানান দলটির সাধারণ সম্পাদক।
আরও পড়ুন-
সিলেট বিভাগের মনোনয়নে আলোচনায় ১৩ নারী প্রার্থী
সারাবাংলা/এমএমএইচ/জেএএম