Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অকারণ মেঘের দিন


২২ নভেম্বর ২০১৮ ০৮:৪৫

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

এমন হয় না মাঝে মধ্যে যে মনের কোথায় যেন একটা কাঁটা বিঁধে থাকে অকারণেই মনটা কেমন কেমন করে, কান্না পায় আবার কাঁদাও যায় না, কেমন হয় সেই দিনগুলো?

আজকের আবহাওয়া ঠিক সেরকম। এমনিতে বলতে গেলে হেমন্তের চমৎকার নিরুত্তাপ একটি দিন। উত্তাপ থাকবেই বা কোথা থেকে? সূর্যের আর সেই তেজ কি আছে? সেই কবেই তো সূর্য ব্যাক ফুটে খেলছে। কিন্তু আজকের দিনে সূর্যও কেমন গুটিসুটি মেরে মেনি বিড়ালের মতো সেঁধিয়ে থাকবে আকাশের এক কোণে, ওদিকে বঙ্গোপসাগর থেকে খবর এসেছে একটা মৌসুমী নিম্নচাপের যার ফলে আকাশে একটু মেঘ মেঘ ভাব থাকবে।

এই মেঘের থেকে বৃষ্টি হবে না, রোদেরও খুব হের ফের হবে না। একটু কমে যেতে পারে এই তো। গত দিনের চেয়ে শীত একটু বাড়তে পারে। তবে সেটা রাতে, দিনের তাপমাত্রা প্রায় একই রকমের থাকবে।

এই সবের মধ্যে প্রশান্তি কেবল একটাই যে কুয়াশা নেমে আসবে। কুয়াশার ছোট ছোট জলজ কণা অজানা মন খারাপকে ধুয়ে নিয়ে যেতে পারে আবার নাও পারে। যদি না পারে তবুও জীবন টেনে নিতে হবে আরও একটি দিনের জন্য।

কে বলবে এই মন কেমন করা মেঘ, স্বচ্ছ কুয়াশা এগুলোর পিছনে একটা ঝলমলে সূর্য আছে কি-না!

রৌদ্রজ্জ্বল এক দিনের প্রচেষ্টায় শুভ হোক আজকের দিনটি!

সারাবাংলা/এমএ

শুভ কাটুক দিনটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর