Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্মের দোহাই দিয়ে রাজনীতি বন্ধের আহ্বান আরেফিন সিদ্দিকের


২১ নভেম্বর ২০১৮ ১৬:০২ | আপডেট: ২১ নভেম্বর ২০১৮ ১৭:৪০

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ধর্মের নামে মানুষ হত্যা, ধর্মের দোহাই দিয়ে রাজনীতিসহ যেকোনো বিশৃঙ্খলা বন্ধের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য ড. আ আ ম স আরোফিন সিদ্দিক।

বুধবার (২১ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে রেজভীয়া দরবার শরীফের আয়োজনে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় তিনি ধর্ম নিয়ে বিশৃঙ্খলা তৈরি তীব্র নিন্দা জানান।

অনুষ্ঠানে ঢাবির সাবেক এই উপাচার্য বলেন, ইসলাম শান্তির ধর্ম, সাম্যের ধর্ম। কিন্তু এই ধর্মকে অনেকেই রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে। তারা ধর্মের নামে রাজনীতি করে বিশৃঙ্খলা তৈরি করে। ধর্মের নাম ব্যবহার করে মানুষ হত্যা করে। এই অপরাজনীতির চর্চা বন্ধ করতে হবে।

এসময় মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে দেশ থেকে দুর্নীতি ও সমাজের অনাচার বন্ধের জন্যে আহ্বান জানান আরেফিন সিদ্দিক।

অনুষ্ঠানের উদ্বোধন করেন পীর-এ তরিকত শাহ সুফী আল্লামা বদরুল আমিন রেজভী(সুন্নী আল কাদেরী)। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সচিব মুহাম্মদ ফজলুর রহমান, মুহাম্মদ মোশারফ হোসেন ভূঁইয়াসহ অন্যরা।

সারাবাংলা/এসও/টিআর

আ আ ম স আরোফিন সিদ্দিক আরোফিন সিদ্দিক