মুক্তির আনন্দে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান শহিদুলের
২১ নভেম্বর ২০১৮ ১৮:১২ | আপডেট: ২১ নভেম্বর ২০১৮ ১৮:২৬
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ‘এখনো ন্যায় ও শান্তিপূর্ণ পৃথিবী তৈরি সম্ভব। এখনও গণতন্ত্রের জন্য লড়াইয়ের মূল্য আছে। ঐক্যবদ্ধভাবে আমরা ভয়ংকর শক্তিশালী এবং অবশ্যই সব বাধা অতিক্রম করতে পারবো।’ বুধবার (২১ নভেম্বর) বিকেলে ‘ফ্রি শহিদুল’ নামের একটি ফেসবুক পেজে তিনি এসব কথা লিখেছেন।
কারামুক্তির শহিদুল আলম তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে ওই বার্তায় লিখেছেন, ‘আগে কখনো উপলব্ধি করিনি ঢাকা শহরের এই তীব্র যানজট, বিরামহীন হর্নের আওয়াজ আর ধুলো-ধোঁয়ায় মোড়া শীতের কুয়াশা এতো মুগ্ধকর হতে পারে’
তিনি আরও লিখেছেন, ‘আগে কখনো উপলব্ধি করিনি বাংলাদেশ ও সারাবিশ্ব থেকে কিছু আবেগপ্রবণ, সৃজনশীল, স্বাধীনতা প্রিয় মানুষ এবং মেধাবী ও ধৈর্যশীল আইনজীবীদের মিলিত শক্তি এতটা প্রবল হতে পারে। আমার পাশে এসে দাঁড়াতে পারে। আমি বাইরে থাকলেও একই অভিযোগে আমার বন্ধুরা এখনো কেরাণীগঞ্জ কারাগারে।’
তিনি লিখেছেন, ‘কারাগারে বন্ধু হওয়া চড়ুই পাখিদের কথা মনে পড়ছে, কিন্তু বাইরে এসে আপনাদের ভালোবাসায় আমি সিক্ত।’
কারাগারের অভিজ্ঞতায় তিনি লিখেছেন কেরাণীগঞ্জের ওরা বলতো, ‘শুধু জেলে থাকলেই বোঝা যায়, কে সত্যিকারের বন্ধু’।
এ ছাড়া তার মুক্তির জন্য যারা আন্দোলন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, ‘সংকটপূর্ণ সময়ে যারা আমার পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি আমার স্যালুট ও বন্ধুত্বপূর্ণ অালিঙ্গণ।’
সারাবাংলা/জেএ/এমআই