Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুবিতে ছায়া জাতিসংঘ অধিবেশন, মিডিয়া পার্টনার সারাবাংলা


২১ নভেম্বর ২০১৮ ১৮:০০

। কুবি করেসপন্ডেন্ট।।

কুবি: জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের আদলে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশন’ এর উদ্যোগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘ অধিবেশন।

ছায়া জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ২০০ জন এবং ভারত, নেপাল, আফগানিস্তান, পাকিস্তান, ইরান, নাইজেরিয়া, সেনেগাল, কলম্বিয়ার প্রভৃতি দেশগুলোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫ জন শিক্ষার্থী অংশ নেবেন। এটি চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।

ছায়া জাতিসংঘ অধিবেশনের মিডিয়া পার্টনার সারাবাংলা ডটনেট, সময় টেলিভিশন। বেভারেজ পার্টনার হিসেবে থাকছে কোকাকোলা।

বুধবার (২১ নভেম্বর) সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র অফিসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অধিবেশনের বিষয়ে গণমাধ্যমে অবহিত করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনাইটেড নেশনের সাধারণ সম্পাদক মো. উমর ফারুক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর ২টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ছায়া জাতিসংঘ অধিবেশনের উদ্বোধন করা হবে। শনিবার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ডে) পুরস্কার বিতরণী ও সমাপনীর মাধ্যমে অনুষ্ঠানের পর্দা নামবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এমরান কবির চৌধুরী।

অধিবেশনের উপদেষ্টামণ্ডলিরা হলেন সায়েদ ফজলুল মেহেদী, স্বপন চন্দ্র মজুমদার, কাজী উমর সিদ্দিকী রানা, মাহবুবুল হক ভুঁইয়া,নাসির হোসেন, রোকসানা আক্তার।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনাইটেড নেশন মাত্র আটজন সদস্য নিয়ে ২২ নভেম্বর ২০১৭ সালে যাত্রা শুরু করে। বর্তমানে সংগঠনটির সদস্য শতাধিক।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/একে

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর