Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে মিলাদুন্নবী: ইয়া রাসুলল্লাহ ধ্বনিতে মুখরিত বন্দরনগরী


২১ নভেম্বর ২০১৮ ১৩:১০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: মহানবী হজরত মুহাম্মদ (স.) এর পৃথিবীতে আগমন ও তিরোধানের দিন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে চট্টগ্রামে। এ উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে অংশ নেওয়া লাখো মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বন্দরনগরী।

বুধবার (২১ নভেম্বর) সকাল সোয়া ৯টায় আনজুমান-এ-রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে নগরীর মুরাদপুর-ষোলশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা থেকে শোভাযাত্রা বের হয়। জুলুসে নেতৃত্ব দেন আল্লামা সৈয়দ মোহাম্মদ হামেদ শাহ।

ভোর থেকে চট্টগ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের ঢল নামে জামেয়া মাদ্রাসা অভিমুখে। বাস ও ট্রাকে করে হাজার হাজার মানুষ নগরীতে এসেছে।

ঈদে মিলাদুন্নবী

নগরীর মুরাদপুর, পাঁচলাইশ, কাতালগঞ্জ, চকবাজার, দেওয়ানবাজার, সিরাজদ্দৌলা রোড, আন্দরকিল্লা, মোমিন রোড, চেরাগি পাহাড়, জামালখান, চট্টগ্রাম কলেজ হয়ে শোভাযাত্রা পুনরায় এগিয়ে যায় মাদ্রাসায় দিকে। শোভাযাত্রায় ‘আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসুলল্লাহ’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে বন্দর নগরীর আকাশ-বাতাস। জুলুস দেখতে সড়কের পাশেও জড়ো হয় হাজার হাজার জনতা।

এসময় শরবত, কমলা, চকলেট, পাউরুটি, খাবার পানিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী অংশগ্রহণকারী এবং দর্শনার্থীদের বিতরণ করতে দেখা গেছে।

জশনে জুলুস উপলক্ষে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় এবং শোভাযাত্রায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিকেলে নগরীর ষোলশহরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাহফিলের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রয়াত আল্লামা হাফেজ সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (র) চট্টগ্রামে জশনে জুলুসের প্রবর্তনকারী। তার ছেলে আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ ১৯৮৭ সাল থেকে জুলুসে নেতৃত্ব দিয়ে আসছিলেন। এবার জুলুসে নেতৃত্ব দেওয়া হামেদ শাহ আল্লামা তাহের শাহ’র ছেলে।

সারাবাংলা/আরডি/এনএইচ

ঈদে মিলাদুন্নবী চট্টগ্রাম

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর