Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভুক্ত মাদক বিক্রেতার মৃত্যু


২১ নভেম্বর ২০১৮ ১২:১৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমার শ্রীরামপুর এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক বিক্রেতার মৃত্যু হয়েছে। নিহত শাহীদ মিয়া মাদক বিক্রেতা হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত।

বুধবার (২১ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার করতে বুধবার ভোরে দক্ষিণ সুরামার মোগলাবাজার বাইপাস এলাকায় অভিযান চালাতে যান র‌্যাব সদস্যরা। এ সময় শহীদ ও তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে নিহত হয় শহীদ।

এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেন র‌্যাব সদস্যরা।

পরে শাহীন মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলের মর্গে নেওয়া হয়েছে।

সারাবাংলা/টিআর

বন্দুকযুদ্ধ মাদক বিক্রেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর