Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া গ্রেফতার


২০ নভেম্বর ২০১৮ ১৯:৫০ | আপডেট: ২০ নভেম্বর ২০১৮ ২২:২১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে নিজ বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে সারাবাংলাকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান। পরে ‍পুলিশের গোয়েন্দা শাখা থেকেও এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন- সম্পদের তথ্য গোপনের দায়ে ব্যারিস্টার রফিকুলের ৩ বছরের কারাদণ্ড

ডিবির (উত্তর) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাজাহান সাজু সারাবাংলাকে বলেন, দুদকের একটি মামলায় সাজা পেয়েছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। সেই অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়েছে।

পরে ডিবির (উত্তর) উপকমিশনার মশিউর রহমান বলেন, ডিবি উত্তরের একটি দল ইস্কাটনের নিজ বাসা থেকে রফিকুল ইসলাম মিয়াকে গ্রেফতার করেছে।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ও সম্পদের তথ্য গোপনের মামলায় মঙ্গলবার দুপুরে তাকে ৩ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ ৬ আদালতের বিচারক ড. শেখ গোলাম মাহবুব। কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। রায় ঘোষণার পরপরই আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এর আগে, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০১ সালে ৭ এপ্রিল ব্যারিস্টার রফিক মিয়ার বিরুদ্ধে নোটিশ জারি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের নোটিশ ওই বছরের জুনের ১০ তারিখে রফিকুল ইসলাম মিয়া গ্রহণ করলেও কোনো জবাব দেননি।

বিজ্ঞাপন

পরে ২০০৪ সালের ১৫ জানুয়ারি তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। পরে ওই বছরের ৩০ নভেম্বর তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয় এবং ২০১৭ সালের ১৪ নভেম্বর বিচার শুরু হয়।

বিচারকরা ৬ জনের সাক্ষ্য নিয়ে মামলাটির রায় দেন। তবে রায় ঘোষণার সময় ব্যারিস্টার রফিকুল ইসলাম আদালতে হাজির ছিলেন না।

সারাবাংলা/এজেড/এসএইচ/টিআর

আয়ের তথ্য গোপন দুদক ব্যারিস্টার রফিকুল ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর