Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ নিহত ২


২০ নভেম্বর ২০১৮ ১৭:৪০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ও নগরীতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের আফজলনগর গ্রামের মাহমুদুল হকের ছেলে মো. তাওহিদ (১২) এবং হাটহাজারী উপজেলার কাটিরহাট গ্রামের মৃত আমির আহমেদের ছেলে মো. জাহাঙ্গীর (২৮)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই আলাউদ্দিন তালুকদার নিহতের স্বজনদের বরাত দিয়ে সারাবাংলাকে জানান, তাওহিদ ছদাহা কেওচিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। টিফিন ছুটিতে স্কুলের গেইটের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এএসআই আলাউদ্দিন জানান, নিহত জাহাঙ্গীর একটি প্রসাধনী কোম্পানির সেলসম্যান। দুপুরে নগরীর কর্নেলহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত জাহাঙ্গীরকে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/আরডি/এমআই

নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর