বান্দরবানে বাস খাদে পড়ে হেলপারের মৃত্যু
২০ নভেম্বর ২০১৮ ১৬:৩৫ | আপডেট: ২০ নভেম্বর ২০১৮ ১৭:০৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
বান্দরবান: বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হেলপারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১২জন পর্যটক আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে বান্দরবানের কসাই পাড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান কেরারীহাট সড়কের কসাইপাড়া পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই গাড়ির হেলপার রাজু (৪২) মারা যায়। এ ঘটনায় আরও ১২জন পর্যটক আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয়রা হতাহতদের বান্দরবান সদর হাসপাতালে পাঠায়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান,পর্যটকবাহী গাড়িটি খুলনা থেকে বান্দরবান এসেছিল। আহতদের মধ্যে গুরুতর ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এএস/এমএইচ