Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রায়পুরায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু


২০ নভেম্বর ২০১৮ ১৫:৫৬ | আপডেট: ২০ নভেম্বর ২০১৮ ১৫:৫৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে রায়পুরা উপজেলার মাহামুদাবাদে এ দুর্ঘটনা ঘটেছে। তৎক্ষণিক মৃতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে মোটরসাইকেল নিয়ে দুই আরোহী মরজাল এলাকা থেকে ভৈরব যাচ্ছিল। পথে নরসিংদী ও ভৈরবের সীমান্ত এলাকা রায়পুরার মাহামুদাবাদে পৌঁছলে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি যাত্রীবাহী বাসের নিচে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যায়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তরে জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। মরদেহ দুটির পরিচয় জানা যায়নি।

সারাবাংলা/এমএইচ

দুর্ঘটনা নরসিংদী নিহত ২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর