রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
২০ নভেম্বর ২০১৮ ১২:৩৯
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর পুলিশ বক্সের পাশে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক (৩৫) বছর।
মঙ্গলবার (২০ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে বিমানবন্দর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান জানান, ভোরের দিকে মহাসড়কের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির দক্ষিণ পাশে ঢাকা গামী সড়কটি পার হওয়ার সময় কোনো যানবাহনের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপরও একাধিক গাড়িও তার ওপর দিয়ে চলে যায়।
তিনি জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
সারাবাংলা/এসএসআর/এমআই