Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে, যোগ দিয়েছেন এরশাদ


২০ নভেম্বর ২০১৮ ১২:৩৩ | আপডেট: ২০ নভেম্বর ২০১৮ ১৩:৩২

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর গুলশানের ইমানুয়েলস কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে । মঙ্গলবার (২০ নভেম্বর ) বেলা ১১টায় সাক্ষাৎকার পর্ব শুরু হয়। পরে বেলা ১২টায়  অনুষ্ঠানে যোগ দেন দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

এর আগে সকাল সাড়ে ১১ টায়, ২ হাজার ৮শ ৬৫ জন মনোনয়ন প্রত্যাশীর তালিকা থেকে প্রাথমিকভাবে বাছাই করা ৭৮০ জনের নাম ঘোষণা করা হয়। বাছাইকৃতদের মধ্যে থেকে ৩শ জনকে  চূড়ান্ত করে দ্বিতীয় তালিকা প্রকাশ করা  হবে।

দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের কাছে ১০০ আসন চাইবে জাতীয় পার্টি। তবে কঠোর দর কষাকষির পর ৪৬ থেকে ৫০টি আসন পেলে সে সিদ্ধান্ত মেনে নেবে দলটি।

দলটির একাধিক সূত্র জানিয়েছে, মঙ্গলবার জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের পর ১০০ আসনে প্রার্থীর তালিকা তৈরি করবে জাতীয় পার্টি। সন্ধ্যায় সেই তালিকা নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

এছাড়া সরকার গঠনের ক্ষেত্রে মন্ত্রিসভায় সদস্য সংখ্যাও আগের চাইতে বেশি চাইবে জাতীয় পার্টি। সূত্রগুলো বলছে, গতবার মাত্র তিনটি সদস্যপদ দেওয়া হয়েছিল তাদের। এবার অন্তত সাত থেতে ১০টি আসন চাইবে তারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় পার্টির অনেক সংসদ সদস্য আছেন যারা এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াইয়ে মাঠে টিকতে পারবেন না। ফলে সেসব বিষয় বিবেচনায় রেখেই জাতীয় পার্টি চূড়ান্ত মনোনয়ন তালিকা তৈরি করা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইএচএইচ/জেএএম

বিজ্ঞাপন

জাপা মনোনয়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর