Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে অপহৃত কৃষি কর্মকর্তা লক্ষ্মীপুরে উদ্ধার, গ্রেফতার ৪


১৯ নভেম্বর ২০১৮ ২০:০৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

লক্ষ্মীপুর : নোয়াখালী থেকে অপহৃত কৃষি কর্মকর্তাকে লক্ষ্মীপুর থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতার করা হয়েছে চার অপহরণকারীকেও।

সোমবার (১৯ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্ছানগর এলাকা থেকে অপহরণকারী শরিফুল ইসলাম, সেলিম, পলি ও পপিকে গ্রেফতার করা হয়। শহরের ডায়াবেটিক সমিতির কাছের একটি পাঁচতলা ভবন থেকে উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলামকে উদ্ধার করা হয়। জব্দ করা হয় অপহরণকারীদের ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ও ৬০ হাজার টাকা। গ্রেফতারকৃতদের বাড়ী লক্ষ্মীপুর পৌরশহর ও নোয়াখালী জেলায়।

বিকেলে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম সংলগ্ন র‌্যাবের ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায়।

র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি মো.মোস্তাফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ওই চক্রটি বিভিন্ন লোকজনকে অপহরণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবী করে অর্থ হাতিয়ে নিচ্ছিল। রোববার (১৮ নভেম্বর) বিকেলে নোয়াখালী সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তাকে অপহরণ করে এক লাখ টাকা মুক্তিপণ দাবী করে। কর্মকর্তা আমিনুল ইসলামের পরিবারের অভিযোগ পেয়ে র‌্যাব অভিযান চালিয়ে টাকা লেনদেনের সময় হাতেনাতে চারজনকে গ্রেফতার করে।

সারাবাংলা/এসএমএন

অপহৃত উদ্ধার উপসহকারী কৃষি কর্মকর্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর