Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়া ভোটে অংশ নিতে পারবেন: ফখরুল


১৯ নভেম্বর ২০১৮ ১৫:০৭

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: দু্ই মামলায় সাজা হলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ‘খালেদা জিয়া অংশ নিতে পারবেন’ বলে মনে করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৯ নভেম্বর) দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ গ্রহণের এক পর্যায়ে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ফখরুল বলেন, ‘খালেদা জিয়া এখনও নির্বাচনের যোগ্য।’

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি অভিযোগ করে তিনি বলেন, ‘সংলাপের সময় বলা হয়েছিল তফসিল ঘোষণার পর আর কোনো মামলা হবে না। কিন্তু ক্ষোভের বিষয় হলো আমাদের যে সব প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের নামে মামলা দেওয়া হচ্ছে, তাদের ধরে নিয়ে যাওয়া। আদালতকে ব্যবহার করে এ সব মামলায় শুনানি বা জামিনের তারিখ নির্বাচনের পরে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে, এক ধরনের নীলনকশা বাস্তবায়নের চেষ্টা চলছে।’

দলের মনোনয়নের বিষয়ে তিনি বলেন, ‘যারা দলের প্রতি অনুগত, দলের প্রতি আস্থাবান তাদের মনোনয়ন দেওয়া হবে।

ফখরুল জানান, দ্বিতীয় দিন মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারে বরিশাল ও খুলনা বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। বরিশালের ১৮৩ প্রার্থী সাক্ষাৎকার দিয়েছেন।

সারাবাংলা/এমএস/একে

খালেদা জিয়া জাতীয়-নির্বাচন ফখরুল বিএনপি চেয়ারপারসন

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর