Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াশা আসার দিন


১৯ নভেম্বর ২০১৮ ১০:৪৬

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

অগ্রহায়ণ মাসের ঘ্রাণ কীভাবে আসছে বলেন তো? কুয়াশায় ভেসে আসবে না শিশিরে ভর করে নামবে? কে জান! তবে ঘ্রাণ পাওয়া যাচ্ছে এটা বলে দেয়া যায় নিঃসন্দেহে।

আজকের দিনটা অন্য শীতের দিনের চেয়ে একটু ভালো। কেন? কারণ আজকে আরেকটু বেশি শীত পড়বে। তাপমাত্রা আরেকটু কমে সর্বোচ্চ ২৮ ডিগ্রিতে আসবে, দিনটাও খানিকটা ছোট হবে। এভাবে আমরা শীতের পথে আরেকটু পথ পাড়ি দিব।

ওদিকে সমুদ্র থেকে খবর এসেছে গাজা নামের ঘূর্ণিঝড়টি পুরোপুরি কেটে গেছে। এখন সমুদ্র শান্ত তাই কোনো সংকেতের প্রয়োজন নাই। কিন্তু সমুদ্রে একটা লঘু চাপের প্রভাবে আছে। তার কারণে আকাশ কখনও সখনও মেঘলা হতে পারে।

তবে যেহেতু মেঘের কোনো নিশ্চয়তা দেয়া গেলো না, তাই আকাশ আজ সূর্যের আর আর্দ্রতাও সব সূর্যই শুষে খাবে। আমরা আর কী করব? আমরা বেশ করে ময়েশ্চেরাইজার আর সানস্ক্রিন মাখব।

এরপর নামবে রাত, শুক্লপক্ষের রাত। সেই রাতে কুয়ায়ায়ারা নেমে আসবে ঠিক যেম সাদা পরী। তাদের এই নাচ চলবে সারাটা রাত, হয়তো সকালে। সেই ভ্রমে পৃথিবী মায়াবী নদীর পাড়ের একটা দেশ হয়ে যাবে!

শুভ কাটুক দিনটি!

সারাবাংলা/এমএ

শুভ কাটুক দিনটি

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর