Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিতে আ.লীগের চিঠি


১৮ নভেম্বর ২০১৮ ১৯:৩৪ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৮ ১৯:৪৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপিতে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়ে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ আওয়ামী লীগের। ফলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিতে চিঠি দিয়েছে দলটি।

রোববার (১৮ নভেম্বর) রাতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুকের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাত করে এ সংক্রান্ত একটি চিঠি দেন।

ইসি সচিব হেলালুদ্দীনের সঙ্গে সাক্ষাত শেষে কর্নেল (অব.) ফারুক খান সাংবাদিকদের বলেন, ‘একজন দণ্ডপ্রাপ্ত আসামি স্কাইপিতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন বলে জানতে পেরেছি। কিন্তু আদালত বলেছেন, একজন পলাতক আসামি হিসেবে তারেকের বক্তব্য কোথাও প্রচার করা যাবে না। সে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপাসনের পদেও থাকতে পারবেন না।’

তার স্কাইপিতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ এবং বক্তব্য প্রদান নির্বাচন আইনের লঙ্ঘন। আশা করি, নির্বাচন কমিশন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন।

তিনি আরও বলেন, ‘ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের আমরা দেখেছি, সুপ্রিম কোর্টে সারাদিন নির্বাচনি প্রচার চালিয়েছে। এটা আচরণবিধির লঙ্ঘন। এই লঙ্ঘন নির্বাচনি প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস। এটি চলতে থাকলে নির্বাচন আরও প্রশ্নবিদ্ধ হবে। এ বিষয়ে দ্রুত শক্ত পদক্ষেপ নিতে হবে।’

আমাদের দাবি পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনও উপযুক্ত পদক্ষেপ নেবে বলে জানিয়েছে।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুল ইসলাম চৌধুরী নওফেল বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান টেলিকনফারেন্সের মাধ্যমে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন। এ খবর গণমাধ্যমে এসেছে। একজন পলাতক আসামির বক্তব্য গণমাধ্যমে আসতে পারে না। গণমাধ্যমও সেই বক্তব্য প্রচার করতে পারবে না বলে আদালতের নির্দেশনা আছে।’

বিজ্ঞাপন

‘তারেক রহমান এই টেলিকনফারেন্স করে কোর্টের আদেশ অমান্য করেছেন। তিনি আইন মানছেন না।

নির্বাচনি আচরণ বিধিতে উল্লেখ আছে, ‘দেশের প্রচলিত আইন মানতে হবে। তাই আচরণবিধিও লঙ্ঘন হয়েছে। তাই নির্বাচন কমিশনকে আমরা আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যবস্থা নিতে বলেছি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নওফেল বলেন, ‘এটা রাজনৈতিক দলের অপরাধ। তাদের এ টেলিকনফারেন্স করতে দেওয়া উচিত হয়নি। একই সঙ্গে সেই বক্তব্য গণমাধ্যমে প্রচার করাও উচিত হয়নি। গণমাধ্যম যেন তার বক্তব্য প্রচার না করে সে অনুরোধ করব।’

কর্নেল ফারুক এ সময় বলেন, ‘আদালতের নির্দেশনা সকলকে মানতে বলা হয়েছে।’

আওয়ামী লীগের প্রতিনিধি দলে অ্যাডভোকেট ফজিলাতুন্নেছা বাপ্পি, রিয়াজুল কবীল কাউসারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিএস/একে

আরও পড়ুন

স্কাইপিতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন তারেক
স্কাইপিতে তারেকের সাক্ষাৎকার, ইসির দৃষ্টি আকর্ষণ কাদেরের
ভিডিও কনফারেন্সে সাক্ষাৎকার নেওয়া যাবে কি না আইনে স্পষ্ট নয়

 

 

আওয়ামী লীগ তারেক রহমান নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর