Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি হলো আরও ৪ স্কুল


১৮ নভেম্বর ২০১৮ ১৯:০১ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৮ ১৯:২০

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: পিরোজপুর, নাটোর, বরিশাল ও মুন্সীগঞ্জের চারটি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে।

রোববার (১৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এই বিদ্যালয়গুলো হলো— পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়, নাটোরের লালপুর উপজেলার করিমপুর উচ্চ বিদ্যালয়, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাকেরগঞ্জ বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এসব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কোনো শিক্ষক অন্য স্কুলে বদলি হতে পারবেন না।

এর আগে, সরকারের চলতি মেয়াদে আরও ২৯৬টি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছিল। সব মিলিয়ে বর্তমান সরকারের মেয়াদে নতুন করে সরকারি হওয়া মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা দাঁড়ালো তিনশ।

উল্লেখ্য, সরকারের চলতি মেয়াদে বেসরকারি স্কুল ও কলেজ সরকারি করতে তালিকাভুক্তির কাজ শুরু হয় ২০১৬ সাল থেকে। এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছিলেন, পর্যায়ক্রমে সারাদেশের ৩২৫টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হবে।

সারাবাংলা/এমএস/টিআর

মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর