‘বিএনপির বহু নেতা ভারতের সঙ্গে মীমাংসার চেষ্টা করছেন’
১৮ নভেম্বর ২০১৮ ১৭:২৩ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৮ ২১:২৩
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: গোপনে এবং প্রকাশ্যে বিএনপির বহু নেতা ভারতের সঙ্গে মীমাংসার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন সাংবাদিক নুরুল কবির।
রোববার (১৮ নভেম্বর) রাজধানীর হোটেল লেকশো’র বল রুমে আয়োজিত মাহফুজ উল্লাহ রচিত ‘ বেগম খালেদা জিয়া, হার লাইফ, হার স্টোরি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নুরুল কবির বলেন, ‘খালেদা জিয়ার প্রশংসার বড় একটা জায়গা হলো, এখন পর্যন্ত তার দলের বহু নেতা গোপনে প্রকাশ্যে ভারতের সঙ্গে মীমাংসার চেষ্টা করছেন। এত কিছুর পরও ভারত এই ভদ্রমহিলাকে (খালেদা জিয়া) বিশ্বাস করে না। এ জন্যই খালেদা জিয়া প্রশংসার দাবিদার।’
‘কারণ, স্বাধীনতার পর বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক অগ্রগতির পথে প্রধানতম বাধা ভারত। সেই ভারত যে মানুষটাকে অবিশ্বাস করে, সেই মানুষটা সত্যিকার অর্থে বাংলাদেশের জন্য মঙ্গলজনক’ বলেন নুরুল কবির।
এর আগে ঢাকা বিশ্বিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল বলেন, ‘আমাদের এখানে পলিটিক্যাল সেনসিভিটি এত বেশি যে, কেউ যদি খালেদা জিয়া সম্পর্কে একটা ভালো কথা বলেন, তাহলে ধরেই নেওয়া হয় তিনি বিএনপি। ধরে নেওয়া হয় কেউ জিয়াউর রহমানকে ভালবাসলে বঙ্গবন্ধুকে ভালবাসতে পারবেন না।’
সারাবাংলা/এজেড/একে