Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্সে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ: নিহত ১, আহত ২২০


১৮ নভেম্বর ২০১৮ ১৭:০৮

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

জ্বালানির দাম ক্রমবর্ধমান-ভাবে বাড়তে থাকায় ফ্রান্সজুড়ে বিক্ষোভ করছেন কয়েক লক্ষ মানুষ। ফ্রান্সের অন্তত দুই হাজার স্থানে চলা এই বিক্ষোভে অংশ নিয়েছেন ২ লক্ষ ৪০ হাজার বিক্ষোভকারী। এসময় গাড়ির নিচে চাপা পড়ে এক বিক্ষোভকারীর মৃত্যু হয়। আহত হয়েছেন আরও ২২০ জন। খবর আল-জাজিরার।

প্রতিবাদটির নাম দেওয়া হয়েছে ‘ইয়োলো ভেস্টস’। বিক্ষোভকারীরা রাস্তায় জড়ো হচ্ছে ও সড়ক অবরোধ করছে। গ্রিন ট্যাক্সের নামে ম্যাখোঁ সরকার গতবছর ডিজেলের দাম শতকরা ২০ ভাগ বাড়িয়েছে। তাই প্রতি লিটার ডিজেলে ৭ দশমিক ৬ সেন্ট এবং পেট্রলে ৩ দশমিক ৯ সেন্ট করে দাম বেড়েছে। ২০০০ সালের পর এই প্রথম দেশটিতে ডিজেলের দাম এত বাড়লো।

আগামী বছরের ১ জানুয়ারি থেকে ডিজেল ও পেট্রলের দাম আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ঘটনা থেকে বিক্ষোভ শুরু হয়।

আরও পড়ুন: ফ্রান্সে রাস্তা অবরোধ করে প্রতিবাদে চালকরা

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এক নারী তার মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলেন। এসময় বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েন তিনি। ভীতসন্ত্রস্ত ওই নারীর গাড়ির নিচে পেড়ে ষাট বছর বয়স্ক এক বৃদ্ধার মৃত্যু হয়।

প্যারিসে বিক্ষোভকারীদের কেউ কেউ ম্যাখোঁর পদত্যাগও দাবি করেছেন। পুলিশ এসব ঘটনায় ১১৭ জনকে আটক করে। এরমধ্যে ৭৩ জনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

সারাবাংলা/এনএইচ

জ্বালানির মূল্যবৃদ্ধি ফ্রান্স

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর