Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৬ টাকা দরে চাল সংগ্রহ করবে সরকার: খাদ্যমন্ত্রী


১৮ নভেম্বর ২০১৮ ১৫:২৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, এ বছর প্রতি কেজি সিদ্ধ আমন চালের সংগ্রহ দাম নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা কেজি দরে। আমরা দেখেছি এবার প্রতি কেজি চাল উৎপাদনে সর্বোচ্চ খরচ হবে ৩৪ থেকে ৩৫ টাকা।

তিনি জানান, এ বছর চলতি মৌসুমে আমরা মোট ৬ লাখ মেট্রিকটন খাদ্য শস্য সংগ্রহ করব। এরপর পরিস্থিতি বুঝে প্রয়োজনে আরও ২ থেকে ৩ লাখ মেট্রিকটন আমন সংগ্রহ করা হতে পারে।

রোববার (১৮ নভেম্বর) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

মন্ত্রী জানান, এ বছর দেশে ১২ লাখ ১৮ হাজার মেট্রিকটন খাদ্য শস্য সংগ্রহে আছে। এ সংগ্রহ কার্যক্রম চলবে ১ ডিসেম্বর থেকে পরবর্তী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট তিনমাস।

মন্ত্রী জানান, বর্তমানে চালের বাজার দর অনেক কম। বর্তমানে বাজারে ৩৩ থেকে ৩৪ টাকা দরে চাল পাওয়া যাচ্ছে। এ জন্য আমরা ৩৬ টাকা দরে চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছি।

সারাবাংলা/এইচএ/একে

খাদ্যমন্ত্রী চাল সংগ্রহ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর