ভোটে সেনাবাহিনী পেশাদারিত্ব বজায় রাখবে: সেনাপ্রধান
১৮ নভেম্বর ২০১৮ ১৫:০৩ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৮ ১৬:৩৮
।। সাভার করেসপন্ডেন্ট।।
ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, দায়িত্ব পেলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে অতীত ঐতিহ্যের ধারাবাহিকতায় সেনাবাহিনী পেশাদারিত্ব বজায় রাখবে।
রোববার (১৮ নভেম্বর) দুপুরে সাভার সেনানিবাসে দুর্দম এগারো ইউনিটের রেজিমেন্টাল কালার প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এ কথা বলেন।
https://www.youtube.com/watch?v=FrpgyJZZSIQ&feature=youtu.be&fbclid=IwAR2sHxBnsr5xWl0xg8l3RSVrJfk3hhagyGdVBCr56Xcu7uYkrRziODvcL0I
আজিজ আহমেদ বলেন, ‘আগামী মাসে দেশে সাধারণ নির্বাচন। ওই নির্বাচনে সম্ভবত সেনাবাহিনীকে নিয়োগ করা হবে। আমরা অতীতেও এ দায়িত্ব পালন করেছি। পেশাদারিত্বের সঙ্গে অতীত ঐতিহ্যের আলোকে আমরা সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করব। একটা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন যাতে সম্পন্ন হয়, সে লক্ষ্যে দায়িত্ব পালনে সেনাপ্রধান হিসেবে আমার নির্দেশ থাকবে।’
অনুষ্ঠানে সাভারের সংসদ সদস্য সদস্য ডা. এনামুর রহমান, সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি আকবর হোসেনসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান আশুলিয়ার নবীনগরে সেনা শপিং কমপ্লেক্সে, ডিওএইচএস ও সেনা আবাসন প্রকল্প উদ্বোধন করেন।
সারাবাংলা/এমএইচ/একে