Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সহিংসতায় মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে নিহত অন্তত ৪০


১৮ নভেম্বর ২০১৮ ১৪:২৩ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৮ ১৪:২৫

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে ক্যাথলিক মিশন পরিচালিত একটি শরণার্থী শিবিরে হামলা ও সহিংসতায় ৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। খবর আল-জাজিরার।

ঐ শরণার্থী শিবিরটি দেশটির রাজধানী বানগুই থেকে ৩০০ কিলোমিটার পূর্বে আলিনদাও শহরে অবস্থিত। সেখানে ২০ হাজার শরণার্থী আশ্রয় নিয়েছেন। স্থানীয় রাজনীতিবিদ এথিনহো গোডেনহা বলেন, আমরা এ পর্যন্ত ৪২ মৃতদেহ গুনেছি।

জাতিসংঘের শান্তিরক্ষী মিশন সূত্র জানায়, বৃহস্পতিবারের এই হামলায় সেখানে চার্চ পুড়িয়ে দেওয়া হয়েছে। অনেকেই পালিয়ে গেছেন। নিহতদের মধ্যে একজন পুরোহিতও রয়েছেন। সাধারণ নাগরিকদের রক্ষা করতে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়া দাবানলে নিহত বেড়ে ৭৪, নিখোঁজ ১০০০

মুসলিম সেলেকা বিদ্রোহীরা খ্রিস্টান প্রেসিডেন্ট ফ্রান্সিস বোজেই’কে ক্ষমতাচ্যুত করলে ২০১৩ সালে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে গৃহযুদ্ধ শুরু হয়। দেশটিতে খ্রিস্টানরা সংখ্যাগরিষ্ঠ। তারাও ‘অ্যান্টি-বালাকা’ নামে সংগঠনের মাধ্যমে সহিংস আন্দোলন চালাচ্ছে।

জাতিসংঘের সবচেয়ে বড় শান্তিরক্ষী বাহিনী দায়িত্ব পালন করছে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে। দেশটিতে প্রায় ১২ হাজার শান্তিরক্ষী সদস্য কাজ করছে। ডায়মন্ড ও ইউরেনিয়ামসহ নানা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ থাকা সত্ত্বেও গৃহযুদ্ধের কারণে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র পৃথিবীর সবচেয়ে দরিদ্র একটি দেশ।

সারাবাংলা/এনএইচ

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র সহিংসতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর