Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ


১৭ নভেম্বর ২০১৮ ১৬:৪৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নোয়াখালী : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনে লড়তে চান বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সে লক্ষ্যে তার পক্ষে মনোনয়ন পত্রও সংগ্রহ করা হয়েছে।

শনিবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালীর সহকারী রির্টানিং কর্মকর্তা ও কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলামের কাছ থেকে ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। মনোনয়ন পত্র সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।

এ সময় সাংবাদিকদের একরামুল করিম চৌধুরী বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাদের ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। আমরা আচরণ বিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করে যাবো। কেউ নাশকতা বা অন্য কোনভাবে ভোট বানচালের ষড়যন্ত্র করলে তাদেরকে প্রতিহত করার বিষয়েও আমরা সচেষ্ট রয়েছি।’

এ সময় কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএমএন

ওবায়দুল কাদের নোয়াখালী-৫ মনোনয়ন ফরম

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর