Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আয়কর মেলা: অডিও ভিজ্যুয়াল পদ্ধতিতে কর শিক্ষণের উদ্বোধন


১৭ নভেম্বর ২০১৮ ১৫:৪৫ | আপডেট: ১৭ নভেম্বর ২০১৮ ১৫:৫৯

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: অডিও ভিজ্যুয়াল পদ্ধতিতে কর শিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে এখন থেকে করদাতারা আধুনিক পদ্ধতিতে কর শিক্ষণে অংশ নিতে পারবে। চারটি ডকু ড্রামায় রিটার্ন দাখিলের সব তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। নাটিকার মতো এ ভিডিওগুলো দেখলে করদাতারা নিজেই তার রিটার্ন তৈরি করতে পারবেন। ভবিষ্যতে এসব ভিডিও এনবিআরের নিজস্ব ইউটিউব চ্যানেলেও আপলোড করা হবে।

বিজ্ঞাপন

শনিবার (১৭ নভেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে সপ্তাহব্যাপী চলমান আয়কর মেলায় অডিও ভিজ্যুয়াল পদ্ধতিতে কর শিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় মেলার সমন্বয়ক ও এনবিআর (আয়কর) সদস্য জিয়া উদ্দিন মাহমুদ, কর একাডেমীর মহাপরিচালক মো. বজলুর কবির ভূঁইয়া, কর অঞ্চল-১৩’র অতিরিক্ত কর কমিশনার সুবর্ণা চৌধুরী উপস্থিত ছিলেন।

এদিকে, মেলায় চলছে সপ্তাহের শেষ ছুটির দিনের আমেজ। চলমান আয়কর মেলার পঞ্চম দিনে সকাল থেকেই করদাতাদের উপচে পড়া ভিড়। অফিসার্স ক্লাবকে ঘিরে সকালে বেইলি রোডের আশেপাশের রাস্তাগুলোতেও যানজট সৃষ্টি হয়। তবে দুপুরের পর ভিড় বেড়েছে। এছাড়া সব শ্রেণী পেশার করদাতাদের মতোই মেলায় লক্ষ্য করা যাচ্ছে তরুণ করদাতাদেরও সরব উপস্থিতি।

income tax fair 2

অডিও ভিজ্যুয়াল পদ্ধতির উদ্বোধনী অনুষ্ঠানে মেলার সমন্বয়ক ও এনবিআর (আয়কর) সদস্য জিয়াউদ্দিন মাহমুদ বলেন, ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে এনবিআর এগিয়ে চলছে। তারই অংশ হিসেবে অডিও ভিজ্যুয়াল পদ্ধতিতে কর শিক্ষণ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। ভবিষ্যতে অনলাইনেই কর সংক্রান্ত সব ধরণের সেবা পাওয়া যাবে। এতে হয়রানি কমার সঙ্গে সঙ্গে বাড়বে করদাতাদের সচেতনতাও।

বিজ্ঞাপন

এনবিআরের অতিরিক্ত কর কমিশনার সুবর্ণা চৌধুরী বলেন, কার্যক্রমের অংশ হিসেবে প্রথমে চারটি ক্লিপ তৈরি করা হয়েছে। ক্লিপগুলো নাটিকার মতো হলেও এর ৮০ শতাংশই গ্রাফিক্স তথ্য নির্ভর। ফলে, করদাতারা এসব ভিডিও ক্লিপস দেখলে সহজেই নতুন রিটার্ন ফরম পূরণ করতে পারবে।

সুবর্ণা জানান, শিগগিরই এসব ভিডিও ইউটিউবে আপলোড করা হবে। তবে, এখন পর্যন্ত এনবিআরের অফিসিয়াল কোন ইউটিউব চ্যানেল না থাকায় উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে হবে বলেও জানান তিনি। সুবর্ণা আরও জানান, ভবিষ্যতে ই-টিআইএন নিবন্ধন, অনলাইনে কর দেয়া (ই- পেমেন্ট) ও অনলাইনে রিটার্ন ফরম পূরণ (ই-ফাইলিং) অডিও ভিজ্যুয়াল পদ্ধতিতে কর সংক্রান্ত সব ধরণের সেবা দেয়া হবে।

এদিকে, সচেতনতা বাড়াতে প্রতিদিনের মতো আজও অনুষ্ঠিত হয়েছে কর শিক্ষণ ফোরাম। এতে নটরডেম কলেজের ৪০ শিক্ষার্থী অংশ নেয়। পরে প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের হাতে পুরষ্কার তুলে দেন এনবিআর সদস্য জিয়া উদ্দিন মাহমুদ।

সারাবাংলা/ইএইচটি/জেএএম

অডিও-ভিজ্যুয়াল শিক্ষণ আয়কর মেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর