Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৫ বিশিষ্ট নাগরিককে মনোনয়ন দিতে চান ড. কামাল


১৭ নভেম্বর ২০১৮ ১৩:০৫ | আপডেট: ১৭ নভেম্বর ২০১৮ ১৫:০৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা : আইনজীবী শাহদীন মালিক, সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়াসহ দেশের বিশিষ্ট ২৫ নাগরিককে সংসদে দেখতে চান গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। এজন্য জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে ২৫ বিশিষ্ট নাগরিককে মনোনয়ন দিতে চান তিনি।

গণফোরামের একটি দায়িত্বশীল সূত্র সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানিয়েছে, নবগঠিত রাজনৈতিক মোর্চা জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল গণফোরাম নির্বাচনে অংশ নিতে বিএনপির কাছে ৫০ টি আসন চাইবে। এর মধ্যে প্রায় ২৫টি আসনে দেশের বিশিষ্ট ২৫ নাগরিক প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে। এই ২৫ নাগরিক সবাই গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের পছন্দের প্রার্থী।

২৫ নাগরিকের মধ্যে রয়েছেন আইনজীবী শাহদীন মালিক, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া, ব্যারিস্টার আমিরুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, শিক্ষাবিদ আসিফ নজরুল।

নাম প্রকাশে অনিচ্ছুক গণফোরামের একজন নেতা জানিয়েছেন. আগামী ২০ নভেম্বরের মধ্যে গণফোরামের প্রার্থীতা তালিকা চূড়ান্ত হবে। মোট ৫০ টি আসনের লক্ষ্য নিয়ে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখন পর্যন্ত দলের ১৫০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে জানান তিনি।

গণফোরামের শীর্ষ নেতারা এরই মধ্যে কয়েক দফায় বৈঠক করে তাদের তালিকা তৈরি করেছেন এবং ২০ তারিখেই চূড়ান্ত তালিকাটি বিএনপির কাছে হস্তান্তরের কথা রয়েছে বলে জানান ওই নেতা।

ড. কামাল হোসেন দলের নেতাকর্মীদের জানিয়েছেন, দেশের বিশিষ্ট ২৫ জন নাগরিককে এবার নির্বাচনে নির্বাচিত করে সংসদে নেওয়া হবে। যাতে করে সংসদে গঠনমূলক আলোচনা হয়। এই লক্ষ্যে দলের অন্য নেতাকর্মীদের মনোনয়নপত্র নেওয়া ও চাওয়ার ক্ষেত্রে নিজেদেরে মধ্যেই বিবেচনা করতে বলেছেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এসএমএন

গণফোরাম জাতীয় ঐক্য ফ্রন্ট ড. কামাল হোসেন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর