Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রিনল্যান্ডে বরফের নিচে গ্রহাণুর আঘাতে সৃষ্ট গর্তের সন্ধান


১৭ নভেম্বর ২০১৮ ০৯:২৯ | আপডেট: ১৭ নভেম্বর ২০১৮ ০৯:৫৬

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

গ্রিনল্যান্ডের বিশাল বরফের স্তরের নিচে ৩১ কিলোমিটার দীর্ঘ একটি গর্তের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। তবে সাধারণ কোনো গর্ত নয় এটি, গর্তটির নিচে থাকা পাথরের রাডার ইমেজ পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হয়েছে বিশাল আকারের গ্রহাণুর আঘাতে সৃষ্টি হয়েছে এই গর্তের।

তাদের অনুসন্ধানে আরও জানা গেছে, ১২ হাজার থেকে ৩ মিলিয়ন বছর আগের কোনো এক সময়ের মধ্যে দেড় কিলোমিটার আয়োতনের একটি গ্রহাণুর আঘাতে সৃষ্টি হয়েছিল এই গর্তটির। তবে এক কিলোমিটার গভীরতার বরফের স্তর ভেদ করে নিচের নমুনা পরীক্ষা করা ছাড়া পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না বলেও মনে করেন তারা।

ডেনিশ মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির অধ্যাপক কার্ট সিজার জানিয়েছেন, ‘আমরা পরীক্ষা-নিরীক্ষার চেষ্টা করে যাচ্ছি, গর্তের তলদেশে থাকা মৃত মাছের ফসিল অথবা এ জাতীয় কোনো কিছু নমুনা পাওয়া গেলে পরীক্ষার করে জানা যাবে আসল তথ্য।’

যদি পুরোপুরি নিশ্চিত হওয়া যায়, তখন এটিই হবে পৃথিবীর মহাদেশীয় বরফের নীচে পাওয়া গ্রহাণুর আঘাতে সৃষ্টি হওয়া প্রথম কোনো গর্ত।

ধূমকেতুর আঘাতে সৃষ্টি হওয়া গর্তটি গ্রিনল্যান্ড বরফ স্তরের দক্ষিণে উত্তর-পশ্চিমে অবস্থিত। যেটি হায়ওয়াথা হিমবাহ নামে পরিচিত।

প্রফেসর সিজারও তার দলের সদস্যদের সংগ্রহ করা হাই রেজুলেশনের রাডার ইমেজে দেখা যাচ্ছে গর্তটি কেন্দ্র থেকে বৃত্তাকারে উঠে এসেছে। তবে ৯৮০ মিটারের বরফের স্তুপে ঢাকা তলদেশের তথ্য পেতে রাডারের মতো বিকল্প উপায় বেছে নিতে হয়েছে গবেষক দলের।

সারাবাংলা/এমআই

গর্তের সন্ধান গ্রিনল্যান্ড বিজ্ঞানীরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর