সুষ্ঠু নির্বাচনের জন্য গণমাধ্যমের সহযোগিতা চায় ঐক্যফ্রন্ট
১৬ নভেম্বর ২০১৮ ১৮:৩১ | আপডেট: ১৬ নভেম্বর ২০১৮ ২২:৩০
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
তিনি বলেন, ‘দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। আজকের মতবিনিময়ে সে বিষয়টিসহ অনেক মূল্যবান আলোচনা হয়েছে।’
শুক্রবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ড. কামাল এ কথা বলেন।
কামাল হোসেন আরও বলেন, ‘অতীতের অভিজ্ঞতার আলোকে তারা আমাদের পরামর্শ দিয়েছেন। জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেটি জরুরি। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকার ও বিরোধী দলের ভূমিকা রয়েছে। গণমাধ্যম সেখানে পথ দেখাতে পারে।’
আরও পড়ুন: সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে ঐক্যফ্রন্ট
ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনে নেতৃত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আ স ম আব্দুর রব, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সুলতান মোহাম্মদ মনসুর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নিউএইজ সম্পাদক নুরুল কবীর, নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন, আমাদের নতুন সময় সম্পাদক নাঈমুল ইসলাম খান, সাপ্তাহিক বুধবার সম্পাদক আমির খসরু, সাপ্তাহিক সম্পাদক গোলাম মোর্তজা, ইনকিলাবের সহকারি সম্পাদক মুন্সি আব্দুল মান্নান, বাংলাদেশের খবরের ব্যাবস্থাপনা সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন, ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান, রয়টার্সের ঢাকা প্রধান সিরাজুল ইমলাম কাদির ও এএফপির ঢাকা প্রধান শফিকুল আলম।
সারাবাংলা/এমএস/এনএইচ