Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাপড়ের ব্যাগে পাওয়া সেই নবজাতক মারা গেছে


১৬ নভেম্বর ২০১৮ ১৬:৩৩ | আপডেট: ১৬ নভেম্বর ২০১৮ ১৬:৩৪

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়া থানার স্বামীবাগ এলাকায় কাপড়ের ব্যাগে পাওয়া সেই নবজাতক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

শুক্রবার (১৬ নভেম্বর) দুপুরে শিশুটির মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।

ঢামেক হাসপাতালের নবজাতক ওয়ার্ডের মেডিকেল অফিসার ডা. ফাতেমা ফারজানা জানান, নবজাতক শিশুটির ওজন ছিল ৭০০ গ্রাম। পুষ্ট হওয়ার আগেই সে ভূমিষ্ট হয়। তার মাথার বাম পাশে এবং পায়ে আঘাতের চিহ্ন ছিল। শিশুটির শ্বাসকষ্ট হচ্ছিল। হাসপাতালে চিকিৎসা দেওয়ার পরও শিশুটিকে বাঁচানো যায়নি।

এর আগে শুক্রবার সকালে স্বামীবাগ এলাকার একটি বাসার সামনে কাপড়ের ব্যাগ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। ওই এলাকার বাসিন্দা রুমানা আক্তার (স্কুল শিক্ষিকা) শিশুটিকে বাসার সামনে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। পরে তিনি স্থানীয় এক নারীর সহযোগিতায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সারাবাংলা/এসএসআর/এমএইচ

কাপড়ের ব্যাগ ঢামেক নবজাতক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর