ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় শিশুসহ আটক ৪১
১৬ নভেম্বর ২০১৮ ১৪:৩৭ | আপডেট: ১৬ নভেম্বর ২০১৮ ১৫:৫৮
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
যশোর: বেনাপোল পোর্ট থানার পুটখালী ও দৌলতপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৪১ জনকে আটক করেছে। এ সময় কোন পাচারকারীকে আটক করা যায়নি।
শুক্রবার (১৬ নভেম্বর) সকালে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৮ জন শিশু, ১০ জন নারী ও ২৩ জন পুরুষ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
২১ বিজিবির পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার আবুল হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি ভারত থেকে বেশ কিছু নারী-পুরুষ ও শিশু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর ও শিকড়ী গ্রামের মাঠের মধ্যে অবস্থান করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে সুবেদার আবুল হোসেন শিকড়ী গ্রামের মাঠের মধ্যে গোপন অবস্থানে থেকে অভিযান চালিয়ে ২৩ জন পুরুষ, ১০ নারী ও ৮ জন শিশুকে আটক করা হয়। আটকদের বাড়ি যশোর, ফরিদপুর, গোপালগঞ্জ, টাঙ্গাইল, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায়। তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
সারাবাংলা/এমএইচ