Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু


১৬ নভেম্বর ২০১৮ ১৩:১০ | আপডেট: ১৬ নভেম্বর ২০১৮ ১৩:২১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

রাজশাহী: রাজশাহীতে দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১০ জন।

শুক্রবার (১৬ নভেম্বর) উপজেলার হরিপুরে এ দুর্ঘটনা ঘটেছে।

মৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দা ও দেশ ট্রাভেলসের হেলপার শওকত আলী (৩০) এবং সুপারভাইজার আব্দুল হালিম (৪৩)। আহত ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেলসের একটি বাস চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। বাসটি হরিপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের সহকারী শওকত আলী মারা যান। পরে পুলিশ ও দমকল কর্মীরা আহত ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাসের সুপারভাইজার আব্দুল হালিম।

দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, ঘটনার পর চালক পালিয়ে গেছে। মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এমএইচ

২ জনের মৃত্যুদণ্ড রাজশাহী সড়ক দুঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর