Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জলবায়ু ফান্ডের টাকা ফেরত না দেওয়ায় টিআইবির উদ্বেগ


৮ জানুয়ারি ২০১৮ ১৭:৩২

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা :  ফারমার্স ব্যাংক বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল (বিসিসিটিএফ) এর ৫০৮ কোটি টাকা ফেরত না দেওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।  সোমবার এক বিবৃতিতে টিআইবি তাদের উদ্বেগের কথা জানায়।

বিবৃতিতে টাকা ফেরতের বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বিবৃতিতে বলেন,  বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের জমাকৃত আমানতের মেয়াদ পূর্ণ হওয়ার পর তা ফেরত প্রদানে ফারমার্স ব্যাংকের ব্যর্থতার ঘটনা শুধু উদ্বেগজনকই নয়, পুরো ব্যাংকিং খাতের জন্য তা এক অশনিসংকেত।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশ সরকার কর্তৃক নিজস্ব অর্থায়নে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল গঠনের উদ্যোগ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছে। তাই তহবিলটি পরিচালনায় সংশ্লিষ্ট সকলের স্বচ্ছতা, জবাবদিহিতা ও শুদ্ধাচার নিশ্চিত করা জরুরি।

বিবৃতিতে ইফতেখারুজ্জামান বলেন, সুখ্যাতিসম্পন্ন ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানে জমা না করে কেন, কার স্বার্থে ফারমার্স ব্যাংকে জলবায়ু তহবিলের মূলধনের প্রায় অর্ধেক টাকা জমা করা হয়েছিল সে ব্যাপারে তদন্ত করে সংশ্লিষ্টদের শাস্তির দাবি করছি। একইসঙ্গে জলবায়ু তহবিলের অর্থ বিনিয়োগের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল ফান্ডে জমা রাখা ৫০৮ কোটি টাকা ফেরত চেয়ে গত নভেম্বরে আবেদন করে পরিবেশ ও বন মন্ত্রণালয়। এরপর বাধ্য হয়ে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের হস্তক্ষেপ চায় মন্ত্রণালয়টি।  এরপরও ফারমার্স ব্যাংক সেই টাকা ফেরতে গড়িমসি করছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএম/একে

জলবায়ু ট্রাস্ট টিআইবি ফারমার্স ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর