Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু


১৬ নভেম্বর ২০১৮ ১২:২১ | আপডেট: ১৬ নভেম্বর ২০১৮ ১২:৩৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

নরসিংদী: নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব-শত্রুতার জের ধরে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তোফায়েল হোসেন (১৮) নামে একজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন কমপক্ষে আরও ১০ জন। এরমধ্যে ৩ জনকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৬ নভেম্বর) সকালে রায়পুরা উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সিরাজুল হক ও সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাহেদ সরকারের সমর্থকদের বিরোধ চলে আসছিলো। এ বিরোধে গত ৩ মে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইউপি চেয়ারম্যান সিরাজুল হক। এর কিছুদিন পর হঠাৎ অসুস্থ হয়ে মারা যান শাহেদ সরকার। ইউপি চেয়ারম্যান সিরাজুল হক হত্যার পর থেকে প্রতিপক্ষের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় শাহেদ সমর্থকরা।

দীর্ঘদিন পলাতক থাকার পর শুক্রবার সকালে শাহেদ সমর্থকরা এলাকায় ফিরলে প্রতিপক্ষ সিরাজ সমর্থকরা আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়। এরমধ্যে ৪ জনকে গুলিবিদ্ধ অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তোফায়েল হোসেন নামে একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতাবস্থায় ৩ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমান ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ

নরসিংদী নিহত সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর