Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেরপুরে জাল টাকা রাখায় অভিযুক্তের ৭ বছর কারাদণ্ড


১৫ নভেম্বর ২০১৮ ২২:৫৭

।। ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট।।

মেহেরপুর: জাল টাকা রাখার অভিযোগে এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালত। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকালে আসামী আক্তার হোসেনের বিরুদ্ধে জাল টাকা রাখার অভিযোগ প্রমাণিত হলে তাকে কারাদণ্ড দেন আদালত।

আক্তার হোসেনকে সশ্রম কারাদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের জেল দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত আক্তার হোসেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামের আক্কাচ আলীর ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ৯ জুন ডিবি পুলিশের একটি দল আক্তার হোসেনকে আটক করে। ওই সময় তার কাছ থেকে ৮ টি ৫০০ টাকার নোট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ৬। জিআরকেস নং ২৭২/১০ ও স্পেশাল ট্র্যাইবুনালে কেস নং ২২/১১।

মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট সাতজন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে লড়েন অ্যাডভোকেট এম এম রুস্তম আলী ও আসামীপক্ষে লড়েন অ্যাডভোকেট মিয়াজান আলী।

সারাবাংলা/ আরএ

জাল টাকা সশ্রম কারাদণ্ড

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর