Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগের প্রার্থী চূড়ান্ত জরিপ বিশ্লেষণের পর


১৫ নভেম্বর ২০১৮ ২২:০৪

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন দিতে দেশি-বিদেশি জরিপ বিশ্লেষণ করবে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) ধানমন্ডিতে মনোনয়ন বোর্ডের সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।

মনোনয়ন বোর্ডের সভার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আজকে দেশি-বিদেশি ৫/৬টি সার্ভে জনমত রিপোর্ট উপস্থাপন করা হয়। এই রিপোর্টগুলো আমরা স্টাডি করব। এখন আমরা আনুষ্ঠানিক মনোনয়ন পর্ব শুরু করিনি। দুই এক দিনপরেই আনুষ্ঠানিক পর্ব শুরু করব।’

তিনি বলেন, ‘আমরা নির্বাচন সংক্রান্ত, মনোনয়ন সংক্রান্ত কিছু কিছু আলোচনা করছি। যেহেতু নির্বাচন সাতদিন পিছিয়ে গেছে।

সে জন্য আমরা রিপোর্টগুলো ধরে চুলচেরা বিশ্লেষণ করছি। যাতে আমাদের মনোনয়নে জনমতের প্রতিফলন হয়। সে জন্য বোর্ডের সকল সদস্যরা পর্যালোচনা করছি। হয়ত দুই একদিন পরেই আনুষ্ঠানিক পর্ব শুরু করব।’

জোটের শরিক দলের আনুমানিক ৬৫-৭০ আসন দেওয়া হবে বলেও জানিয়ে তিনি বলেন, ‘এর সংখ্যা কমতেও পারে, আবার বাড়তে পারে। এটা ডিপেন্ট করবে উইনেবল ক্যান্ডিডেটের ওপর।’

তিনি বলেন, ‘বিএনপি যদি বড় ধরনের অ্যালায়েন্সের সমীকরণে যায়, আমরাও করব। অনেকেই আছে, তারা আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে চান, তাদের কোনো প্রার্থীর লিস্ট নাই। গণতান্ত্রিক জোট যেখানে ৩৯টি দল আছে।’

তিনি আরও বলেন, ‘ইশতেহার প্রায় চূড়ান্ত। সম্ভবপর সময়ে মধ্যেই প্রকাশ করা হবে।’

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ  মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ডা.দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, এ কে এম এনামুল হক শামীম,  দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাম, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ান হোসেন,  বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, পারভীন জামান কল্পনাসহ অন্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/একে

আওয়ামী লীগ জাতীয়-নির্বাচন

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

আরো

সম্পর্কিত খবর