Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আঁধারের শীত কেটে ছড়াল লোকসুরের মূর্ছনা


১৫ নভেম্বর ২০১৮ ২১:৪৮

।। এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।

ঢাকা: সূর্য আর হিম গোধূলি নামল একসঙ্গে। নবান্নও শুরু হয়ে গেছে। প্রকৃতি তাই ছড়াচ্ছে শীতের ঘ্রাণ। মহানগরে সেই ধোঁয়া ধোঁয়া ঘ্রাণের বালাই নেই তেমন একটা। নগরে সুর নেই বরং যান্ত্রিক আওয়াজে দিন শেষ পড়ে থাকে ক্লিশে হওয়া মন। সেই একঘেঁয়ে সন্ধ্যা থেকে কিছুটা হলেও বাঁচতে পারবেন রাজধানীবাসী। কারণ রাজধানীর আর্মি স্টেডিয়ামে বসেছে লোক সংগীত উৎসবের চতুর্থ আসর। চলবে আগামী তিনদিন।

বিজ্ঞাপন

লোকসংগীত উৎসবের চতুর্থ আসরের সন্ধ্যাকে স্বাগত জানানো হয় নুপুর নিক্কনের সুরে। সমবেত নৃত্যে শুরু হয় পরিবেশনা। ‘ভাবনা নৃত্যদল’র পরিবেশনায় স্টেডিয়ামের হিম যেন আরও উপভোগ্য হয়ে ওঠে আগত দর্শক- শ্রোতাদের কাছে।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) শুরু হওয়া উৎসব চলবে শনিবার (১৭ নভেম্বর) পর্যন্ত। প্রথম দিন মঞ্চে ছিল পাঁচটি পরিবেশনা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হয়েছে ভাবনা নৃত্যদল, আব্দুল হাই দেওয়ান এবং পোল্যান্ডের দল দিকান্দার পরিবেশনা।

আব্দুল হাই দ্বিতীয় পরিবেশনায় এসে দেশীয় সুর আর কথায় মাতিয়ে তোলেন দর্শক-শ্রোতাদের। কম যাননি দিকান্দা।

বলকান থেকে শুরু করে ইসরায়েল, কুর্দি, বেলারুশ, ইন্ডিয়া লোকজ অনুপ্রেরণা খুঁজে পাওয়া যায় এই  দলটির সংগীতে। দলটির আরেকটি বিশেষত্ব হলো সুর, তাল লয়ে শ্রোতাদের একাত্ম করে ফেলা।

সেই মন্ত্রে এক হয়ে শিল্পী সুর আর শ্রোতাদের এক অদৃশ্য মেলবন্ধনের ক্ষেত্র ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব।

সারাবাংলা/পিএ

ফোক ফেস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর