মানুষ পোড়ানো ছাড়া বিএনপি আর কিছু পারে না: প্রধানমন্ত্রী
১৫ নভেম্বর ২০১৮ ২০:১৬ | আপডেট: ১৫ নভেম্বর ২০১৮ ২৩:১৪
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: পল্টনে বিএনপির কার্যালয়ে বুধবার (১৪ নভেম্বর) সংঘর্ষের ঘটনাকে আগুন সন্ত্রাস উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি তিনটি গাড়ি পুড়িয়েছে। মারধর করে পুলিশদের আহত করেছে। আগুন দিয়ে মানুষ পোড়ানো ছাড়া বিএনপি আর কিছু পারে না।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) ধানমন্ডিতে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মন্তব্য করেন।
বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি তাদেরকে বলব, নির্বাচনে যেহেতু আসবে সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয় সেটাই চেষ্টা করা। অন্তত নির্বাচন বানচালের চেষ্টা যেন তারা না করে।’
শেখ হাসিনা বলেন, ‘নির্বাচনে সব দল আসার ঘোষণায় দেশে যখন একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, তখনই নয়াপল্টনের ওই ঘটনা ঘটল। জনগণ যখন উৎসবমুখর হয় তখন তো বিএনপির খুব খারাপ লাগে। তারা সেই উৎসবে পানি ঢালে। সেটাই কালকে আমরা দেখলাম। কোনো কথা নেই বার্তা নেই। সেখানে বিএনপির এক নেতা মিছিল নিয়ে এলো। যেটা মিছিল নিয়ে আসার কথা না। তারপরও নিয়ে এসে সেখানে মারপিট। অনেক পুলিশ আহত। তিনটা গাড়িও পোড়াল।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এই চেষ্টা তারা ২০১৪ তে করেছে, সফল হতে পারেনি। আগামীতেও পারবে না। কারণ জনগণ আমাদের সঙ্গে আছে। জনগণ চায়, একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হোক। যে নির্বাচনে তারা ভোট দিয়ে তাদের মন মতো সরকার গঠন করবে।’
তিনি বলেন, ‘২০১৪ সালে তারা যে অগ্নিসন্ত্রাস করেছিল, ২০১৫ সালে অগ্নিসন্ত্রাস করেছে, আবার ঠিক সেই অগ্নিসন্ত্রাস শুরু করল। মানে অগ্নিসন্ত্রাস ছাড়া, মানুষকে আগুন দিয়ে পোড়ানো ছাড়া বিএনপি কোনো কাজ করতে পারে না- এটাই প্রমাণ।’
সারাবাংলা/একে