জাতীয় গ্রিডের আওতায় এল সন্দ্বীপ
১৫ নভেম্বর ২০১৮ ২১:২৩ | আপডেট: ১৫ নভেম্বর ২০১৮ ২১:৫০
।।সারাবাংলা ডেস্ক।।
সাগর তলদেশে সাব মেরিন কেবল স্থাপনের মাধ্যমে জাতীয় বিদ্যুৎ গ্রিডের আওতায় এসেছে সাগর দ্বীপ সন্দ্বীপ।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকেল ৫ টায় সাব মেরিন কেবলের সাহায্যে সন্দ্বীপে জাতীয় গ্রিড থেকে প্রথম বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে, চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় চট্টগ্রামের সীতাকুন্ডু থেকে সন্দীপ পর্যন্ত ১৫ কিলোমিটার দীর্ঘ সাগর তলদেশে সাব মেরিন কেবল স্থাপন করা হয়েছে। এতে সন্দ্বীপের চার লক্ষ অধিবাসী গ্রিড বিদ্যুৎ সুবিধা পাবেন।
সাব মেরিন কেবল স্থাপনের ফলে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের সুযোগ সৃষ্টি হওয়ায় এখানে শিল্প কারখানা স্থাপনসহ বাণিজ্যিক কর্মকাণ্ডের ব্যাপক প্রসার ঘটবে বলে প্রত্যাশা করছেন কর্মকর্তারা।
সারাবাংলা/আরএ