পিকআপের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রীর মৃত্যু
১৫ নভেম্বর ২০১৮ ১৮:১৪ | আপডেট: ১৫ নভেম্বর ২০১৮ ১৮:৪২
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
ময়মনসিংহ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা পৌরসভার খিরু ব্রিজের ওপর পিকআপের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের মল্লিকবাড়ি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল হাকিম (৫৫) ও ভালুকার সোহেল মিয়ার ছেলে রাব্বী।
ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুস ছালাম জানান, বৃহস্পতিবার বিকেলে ভালুকা বাজার থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে খিরু ব্রিজের ওপর ভালুকাগামী একটি পিক আপ ভ্যান অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রিকশাটিকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলে সাত জন গুরুতর আহত হয়। আহতদেরকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আব্দুল হাকিম ও রাব্বী মারা যান। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সারাবাংলা/এমএইচ