Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে ২৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার


১৫ নভেম্বর ২০১৮ ১৫:৫২ | আপডেট: ১৫ নভেম্বর ২০১৮ ১৬:২২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বেনাপোল: যশোরের বেনাপোল পোর্ট থানার সাদীপুর সীমান্ত থেকে ২শ ৮৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকালে সাদীপুর গলাচিপা বিজিবি পোস্ট হতে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে এসময় কোন মাদক চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব জানান, গোপন সংবাদে জানা যায় একটি মাদকের চালান ভারত থেকে বেনাপোল সীমান্তে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার জিল্লুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সাদীপুর সীমান্তের গলাচিপা বিজিবি পোস্ট এলাকায় অভিযান চালিয়ে ২শ৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। উদ্ধারকৃত ফেনসিডিল যশোর বিজিবি হেড কোয়ার্টারে পাঠানো হবে বলে তিনি জানান।

সারাবাংলা/এনএইচ

ফেনসিডিল উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর