‘অযথা চিৎকার নয়, চাই মস্তিষ্কের পরিচর্যা’
১৫ নভেম্বর ২০১৮ ১৪:৫২ | আপডেট: ১৫ নভেম্বর ২০১৮ ১৪:৫৪
।। জাবি করেসপন্ডেন্ট।।
অযথা চিৎকার নয়, চাই মস্তিষ্কের পরিচর্যা’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিবেট অর্গানাইজেশন’র (জেইউডিও) আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয় বিতর্ক প্রতিযোগিতা- ২০১৮’। শুক্রবার (১৬ নভেম্বর) সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দর্শন বিভাগে আয়োজিত এই প্রতিযোগিতা শুরু হবে।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বেলা সোয়া ১১টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত। তিনি বলেন, আগামী ১৬-২৪ নভেম্বর এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার অধীনে ১৩তম আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক, ৮ম আন্ত:কলেজ বিতর্ক ও ৮ম আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: জাবিতে প্রগতিশীল ছাত্রজোটের অবরোধ প্রত্যাহার
অনুষ্ঠানের শেষ দিন ২৪ নভেম্বর সন্ধ্যা বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান ফয়সাল মাহমুদ।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেইউডিও-এর সভাপতি মুশফিক উস সালেহীন, যুগ্ম-আহ্বায়ক মারুফ মোজাম্মেল (বিশ্ববিদ্যালয় পর্যায়), যুগ্ম আহ্বায়ক আরিফ মমতাজুলসহ অন্যান্যরা।
সারাবাংলা/এএস/টিআই