Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিরতে চায় না রোহিঙ্গারা, ক্যাম্পে বিক্ষোভ


১৫ নভেম্বর ২০১৮ ১৪:২৯ | আপডেট: ১৫ নভেম্বর ২০১৮ ১৪:৩২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কক্সবাজার : প্রত্যাবাসন প্রক্রিয়ার মাধ্যমে এখনই নিজের দেশ মিয়ানমারে ফিরতে চান না কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গারা। এজন্য ক্যাম্পে বিক্ষোভ করছেন তারা।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে টেকনাফের উনচিপ্রাং ক্যাম্পের ভেতর বিক্ষোভ শুরু করেন রোহিঙ্গারা। শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলছে।

শরণার্থী ক্যাম্পে, ‘এখন আমরা ফিরবো না’, ‘গণহত্যার বিচার চাই’, ‘নিরাপত্তার নিশ্চয়তা চাই’, ‘স্বদেশের জায়গা জমি ফেরত চাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন বিক্ষুব্ধ রোহিঙ্গারা। বেশিরভাগ রোহিঙ্গা নাগরিক বলছেন, তারা এখনই মিয়ানমারে ফিরে যেতে প্রস্তুত নন। আগে দাবিগুলোর বাস্তবায়ন চান তারা।

বাংলাদেশ-মিয়ানমারের যৌথ ওয়ার্কিং গ্রুপের সিদ্ধান্ত অনুযায়ী এই উনচিপ্রাং ক্যাম্প থেকেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন করার কথা। এই ক্যাম্পের বাসিন্দাদের উখিয়ার বালুখালী সংলগ্ন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ট্রানজিট পয়েন্ট দিয়ে তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর কথা।

নির্ধারিত সময়ে এসব রোহিঙ্গা নাগরিকদের বহন করতে বাসগুলো ক্যাম্পে পৌঁছলে বিক্ষোভ শুরু করেন রোহিঙ্গারা। সেখানে উপস্থিত সরকারি কর্মকর্তাদের সামনিই বিক্ষোভ করছেন তারা। তুলে ধরছেন নিজেদের বিভিন্ন দাবি। এছাড়া বাসগুলোও ঘিরে রেখেছেন রোহিঙ্গারা।

সারাবাংলা/এসএমএন

রোহিঙ্গা রোহিঙ্গা ক্যাম্প রোহিঙ্গা প্রত্যাবাসন রোহিঙ্গা বিক্ষোভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর