গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রাকচালক-হেলপারের মৃত্যু
১৫ নভেম্বর ২০১৮ ১২:৩৯ | আপডেট: ১৫ নভেম্বর ২০১৮ ১২:৫৪
।। ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট।।
গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ঝাজড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রাকচালক ও হেলপারের মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ নভেম্বর) রাত দেড়টার দিকে দুর্ঘটনা ঘটনা ঘটেছে।
মৃতরা হলেন-ট্রাকচালক রুবেল মিয়া (৩০) ও হেলপার জাহাঙ্গীর আলম (৫০)। তাদের বাড়ি ভোলা জেলায়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, রাতে গাজীপুর সিটি করপোরেশনের ঝাজড় এলাকায় ট্রাকটি সড়কে মাটি আনলোড করছিল। এসময় ওই ট্রাকের সঙ্গে উপরে থাকা বিদ্যুতের তার জড়িয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ট্রাকের চালক রুবেল ও হেলপার জাহাঙ্গীর মারা যান। খবর পেয়ে মরদেহ দু’টি গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এমএইচ