Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকেলে আ.লীগের সংসদীয় বোর্ডের সভা, থাকছেন শেখ হাসিনা


১৫ নভেম্বর ২০১৮ ১২:০১ | আপডেট: ১৫ নভেম্বর ২০১৮ ১৩:৩৭

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করতে সংসদীয় বোর্ডের বৈঠকে বসতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে প্রায় এক বছর ১০ মাস পর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যাবেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এই সভা অনুষ্ঠিত হবে।

এর আগে, গতকাল বুধবার (১৪ নভেম্বর) নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল দলীয় কার্যালয়ে। তবে স্থান সংকুলানের কথা ভেবে পরে মনোনয়ন প্রত্যাশীদের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ডেকে নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন শেখ হাসিনা।

এর আগে, গত রোববার (১১ নভেম্বর) সংসদীয় বোর্ডের একটি বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে। কিন্তু মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদান প্রক্রিয়া শেষ হওয়ার পর আজই (বৃহস্পতিবার) প্রথম বৈঠকে বসতে যাচ্ছে সংসদীয় বোর্ড।

বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদীয় বোর্ডের সভায় দলের সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

এবার একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন পেতে ৩০০ আসনে ৪ হাজার ২৩ জন মনোনয়ন ফরম তুলেছেন।

আরও পড়ুন-

‘একাদশে নৌকাকে বিজয়ী করুন, নইলে ছেড়ে যাবো’

সারাবাংলা/এনআর/টিআর

বিজ্ঞাপন

আওয়ামী লীগ একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংসদীয় বোর্ডের সভা

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর